মিডওয়াইফারী ল্যাব
এমসিএচ ল্যাব একটি পরীক্ষাগার যেখানে শিক্ষার্থীরা মাতৃ ও শিশু স্বাস্থ্যের যত্নের মৌলিক দক্ষতা শিখতে পারে। এতে বিভিন্ন যন্ত্র, মডেল এবং মাতৃ চার্ট রয়েছে যা ধাত্রী শিক্ষাবিদ্যার জন্য অপরিহার্য্য। । এর মূল লক্ষ্য হল বিভিন্ন হসপিটাল এবং কমিউনিটি এলাকায় যাওয়ার আগে মা ও শিশু স্বাস্থ্যের প্রাথমিক জ্ঞান অর্জন।
