এনাটমি ল্যাব
এনাটমি কোর্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে ক্লিনিকাল পরীক্ষার ভিত্তিতে শিক্ষা গ্রহণ করে। এনাটমি ল্যাব নার্সিং ল্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাব। আমাদের ল্যাব এ মৃত মানুষের দেহ, মানুষের কঙ্কাল, হাড, অঙ্গ মডেল, নমুনা এবং চার্ট রয়েছে যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মানব অঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জন করে। এনাটমি ল্যাবরেটরিতে ১টি হিস্টোলজি রুম, ১টি ডিসেকশন রুম, ১টি মিউজিয়াম এবং ২টি টিউটরিয়াল রুম রয়েছে শিক্ষার্থীদের জন্য । প্রতিটি রুম এ পর্যাপ্ত জায়গা সহ অন্যান্য সকল সুবিধা বিদ্যমান।
