কলেজ

শিক্ষকবৃন্দ ও শিক্ষাদান পদ্ধতি
প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, নার্সিং ইন্সট্রাক্টর, মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ্য এনাটমি, ফিজিওলজি, কেমিষ্ট্রির অধ্যাপক, কম্পিউটার শিক্ষক, মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরগণ ছাত্র/ছাত্রীদের ক্লাস করান এবং হাতে কলমে কাজ শিখান।
লাইব্রেরি
আন্তর্জাতিক মেডিকেল পাবলিকেশন্স সমৃদ্ধ লাইব্রেরী। উন্নতমানের পর্যাপ্ত পরিমান বই, জার্নাল ও ম্যাগাজিন রয়েছে।


হোষ্টেল
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এর ছাত্রী হোস্টেলটি ৫ তলা বিশিষ্ট ভবন যেখানে ২০০ জন ছাত্রীর আবাসিক ব্যবস্থা রয়েছে। হোস্টেলে বর্তমানে ছাত্রীদের খাবারের জন্য ডাইনিংসহ পর্যাপ্ত সুবিধা রয়েছে। এছাড়াও হোস্টেল সুপার হোস্টেলটি ২৪ঘন্টায় নিজস্ব তত্ত্বাবধানে সিকিউরিটি ব্যবস্থার আওতায় রাখেন।
নির্ধারিত পোষাক
ক্লাস চলাকালীন ও কর্মরত সময়ে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ কর্তৃক নির্ধারিত পোষাক পরিধান করা বাধ্যতামূলক।


বৃত্তি
মেধাভিত্তিক বৃত্তি প্রদান।
সেমিস্টার এবং চূড়ান্ত পরীক্ষায় মেধাক্রমনুসারে পুরস্কার প্রদান।
- মেধাবী ও দরিদ্র ছাত্র/ছাত্রীকে মেধাবী ও অসচ্ছল কোটা অনুযায়ী বৃত্তি প্রদানসহ অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে সুবিধা
কোর্স শেষে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ফলাফলের ভিত্তিতে ও প্রশিক্ষণ শেষে চাকুরীর সুবিধা |
