০১৪০৯ ৯৬৭৫৭৬, ০১৪০৯ ৯৬৭৫৭৫, ০১৯৪৩ ৫৩৩৯৫৬, ০১৪০৯ ৯৬৭৩১১ dhakacentral.nursing@dcimch.com

আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ নার্সিং ইউনিটে রয়েছে নিজস্ব সুসজ্জিত ক্লাশ রুম, উন্নতমানের নার্সিং ল্যাব, মিডওয়াইফারী ল্যাব, নিউট্রেশন ল্যাব, এনাটমি ও ফিজিওলজি ল্যাব, বায়োকেমিষ্ট্রি ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, স্টাডি রুম, খেলাধুলার সামগ্রি সহ কমন রুম, নামাজের রুম, সুপরিসর করিডোর ইত্যাদি।

মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ১২০ আসন বিশিষ্ট ৩টি লেকচার গ্যালারী,৬০ আসন বিশিষ্ট আরও ৫টি লেকচার গ্যালারী ও ৬০ আসন বিশিষ্ট ০৫টি আধুনিক টিউটোরিয়াল রুমের ব্যবস্থা রয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট

(ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অঙ্গ প্রতিষ্ঠান)
যোগাযোগ

লক্ষ্য ও উদ্দেশ্য

সবার জন্য স্বাস্থ্য-এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দক্ষ চিকিৎসকের পাশাপাশি দরকার দক্ষ ও মানসম্মত সেবিকা বা নার্স। বর্তমানে আমাদের দেশের বিপুল জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সদাশয় সরকার সরকারী ভাবে নার্স তৈরির পাশাপাশি বেসরকারী ভাবেও দক্ষ ও আধুনিক মানসম্পন্ন নার্স তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। এরই প্রেক্ষাপটে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সরাসরি তত্ত্বাবধায়নে আমাদের এই প্রকল্প “ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ”। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এই মহতী উদ্যোগ বাংলাদেশের নার্সিং সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ স্বাস্থ্য সেবা সকলের দোড়গোড়ায় পৌঁছে দিতে লক্ষণীয় অবদান রাখতে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।